দেশজুড়ে

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় শিশু উদ্ধার করা হয়েছে

মোঃ সুজন আহমেদ শার্শা প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার শিশু নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে সজিবুর রহমান।

শার্শা উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, সকালে পাচারকারীরা তাকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন‍্য বেনাপোল বন্দরে নিয়ে আসে। বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া দিলে শিশুটিকে ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ভুইয়া বলেছেন শিশু টিকে খুব শীঘ্রই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button