দেশজুড়ে

রতনপুরে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার তারকনাথ বিদ্যাপীঠের জয় লাভলাভ

জিম রাজু আহমেদ
ফুটবল মানেই আনন্দ ফুটবল মানেই উল্লাস ।
হাজারো খেলার মধ্যে ফুটবলের জয় জয় কার এক অন্য রকম অনুভূতি সকল ক্রীড়া মোদী দর্শকদের মধ্যে বিরাজমান ।

৫০ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা মাঠে । তার একদিকে জল প্রতিদ্বন্দ্বিতা করে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এবং অপরদিকে জোর প্রতিযোগিতা করে বিষ্ণুপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় ।
৯০ মিনিট খেলার মধ্যে এক এক গোলে খেলা সমাপ্ত হয়। রেফারি সিদ্ধান্ত মোতাবেক এক এক গোলে ড্র হবার পরে পাঁচ পাঁচ টাইব্রেকারের মধ্যে খেলা শেষ হয় । টাইব্রেকার রতনপুর এক গোলে জয়লাভ করে উপজেলায় পর্যায়ের সেরা দল হিসেবে নির্বাচিত হয় ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ।

উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী । উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । উপস্থিত ছিলেন ওসি তদন্ত কালিগঞ্জ থানা।
সমগ্র খেলা পরিচালনা করেন রতনপুর টিএন বিদ্যাপীঠের সভাপতি ও রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন)।

রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ কুমার ঘোষ । রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সকল সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীরা । উপস্থিত ছিলেন রতনপুর টিএন বিদ্যাপীঠের এবং রতনপুর ইউনিয়নের সমগ্র ফুটবল প্রেমী । ধারাভাষ্যতায় ছিলেন ইসমাইল হোসেন (মিলন)রতনপুর টিএন বিদ্যাপীঠের সকল খেলা দেখার জন্য এই লিংকে যোগ দিন

এই বিভাগের আরও খবর

Back to top button