মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষংছড়িতে স্থলমাইন বিষ্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার ফুলতলির ৪৮ নাম্বার সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে। আহত তরিকুল (১৭) কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, অবৈধ ভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। এরা বিভিন্ন সময় নাম মাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে পাঠায় গরুগুলো আনতে। এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের বাহিনী ও বিদ্রোহী বাহিনীর আগে থেকে পুতে রাখা স্থল মাইন বিষ্ফোরনের কবলে পড়ে তরিকুল। এঘটনায় তার বাম পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়! পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থল মাইন বিষ্ফোরনে ৩ জন আহত হয়েছিল।