ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গী উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ পেলেন ২৫ জন কৃষক।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বালিয়াডাঙ্গীতে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) বিষয়ক কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।২ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, নিরাপদ ও গুণগতমান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন করে ভোক্তাদের কাছে বিপণন করতে হবে। সেজন্য উৎপাদনকারীদের সচেতন হতে হবে। বিষমুক্ত ফসল উৎপাদনে একসাথে কাজ করতে হবে। তাহলেই ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সরবারহ করা সম্ভব হবে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েশন ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও
জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জনাব শামীমা নাজনীন দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, জনাব সঞ্জয় দেবনাথ, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার,
জনাব মোঃ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ গুলজার রহমান,
বালিয়াডাঙ্গী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ লতিফুল হাসান, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button