কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে আগামী ৮ ও ৯ ফেব্রুারী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ১২৭ তম ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা ছৈয়দ মোফাজ্জালুর রহমান (রহঃ) সাহেব সুখছড়ী গ্রামে এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন। বড় মাওলানার পরিবারের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আরিফ মঈনুদ্দিন। তিনি জানান, আজ বুধবার দুপুর ২ টায় বড় মাওলানা জামে মসজিদের মুতাওয়াল্লি সৈয়দ আফজলুর রহমান সাহেবের সভাপতিত্বে এলাকার সর্বসাধারণের অংশ গ্রহণে ১২৯ তম ঘোড়দৌড় সভার প্রাথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৮ ও ০৯ ফেব্রুয়ারী’২৫,শনিবার (ছোট সভা), রবিবার (বড় সভা) অনুষ্ঠিত হবে
দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা ছৈয়দ মোফাজ্জলুর রহমান (রহঃ) লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন। শতবর্ষী ও প্রাচীনতম ঘোড়দৌড় মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত হয়।