মোঃ আরিফুর রহমান তালুকদারঃ
বগুড়ায় ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর ছেলে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার নন্দীগ্রাম উপজেলার রুস্তমপুর এলাকার সিদ্দিক সরদার এর ছেলে মেহেদী হাসান এর মা মেরিনা বেগম (৫১) দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলো।তিনি নিয়মিত বগুড়া ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা নিতেন। এমতাবস্থায় মেহেদির মা অসুস্থ হলে ১২ তারিখে সকাল ১১ টার দিকে চিকিৎসার জন্য বগুড়া ডায়াবেটিস হাসপাতালে নিয়ে আসেন। পরে বগুড়া ডায়াবেটিস হাসপাতালের পরিচালক (চিকিৎসা সেবা) মেডিসিন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা কামাল এর পরামর্শক্রমে উক্ত হাসপাতালে ভর্তি করেন। পরে ১৪ তারিখ বিকেল ৪ টার সময় মায়ের জন্য রক্ত দেওয়ার কথা বলে। উক্ত হাসপাতালের স্টাফরা রক্ত পরীক্ষা করার পর সঠিক গ্রুপ নির্ণয় না করে মায়ের শরীরে এবি পজেটিভ রক্ত দেয়। প্রকৃতপক্ষে মায়ের রক্তের গ্রুপ ও পজেটিভ। এমতাবস্থায় মায়ের শরীরের অবস্থার আরো অবনতি ঘটে। মায়ের উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতাল বগুড়ায় রেফার্ড করেন এবং আমার মা বাঁচবেনা বলে আমাদের অবহিত করেন। আমরা আমার মাকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে একই তারিখ রাত্রী অনুমান ৯ টার সময় ভর্তি করি। আমার মা শজিমেক হাসপাতাল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় ১৫ তারিখ সকাল অনুমান ৯ টার সময় মৃত্যু বরণ করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর শরীরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। মেহেদী হাসান জানান, ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক অন্যান্য ডাক্তার ও স্টাফরা ভুল চিকিৎসা তথা ভুল গ্রুপের রক্ত দিয়ে আমার মায়ের মৃত্যু ঘটাইছে।