অপরাধগণমাধ্যম

গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিককে হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেফতারে দাবীতে মানববন্ধন।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী ইদগাঁহ মাঠ আলিম সিনিয়র মাদ্রাসায় অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ গংদের সন্ত্রাসী হামলায় কর্তব্যরত ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার প্রতিবাদে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ চারমাথা থানা মোড়ে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবুর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি খোকন আহাম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কাটাখালি সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ,গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক,গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিজয়টিভির প্রতিনিধি ডিপটি প্রধান,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টি়ভির প্রতিনিধি উজ্জল হক প্রধান,রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক তারাজুল ইসলাম,গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, জেএসডি উপজেলা শাখার সভাপতি কমরেড আইয়ুব হোসেন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক কালা মানিক দেব,মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু,সকালের সময় উপজেলা প্রতিনিধি শাহিন আলম,সুমন সরকার,জোবাদুর রহমান সাগর,ফরহাদ হোসেন ফিটুল,বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম,রতন সরকার,মিজানুর রহমান,ওয়াজেদ আলী,রুপম আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ মানববন্ধনে বক্তরা,অবিলম্বে ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় যে মামলা দায়ের হয়েছে সেই মামলার আসামীদের গ্রেফতারে জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো৷ অন্যথায় গোবিন্দগঞ্জ উপজেলা ও গাইবান্ধা জেলাসহ সারাদেশ ব্যাপী কঠোর কর্মসূচী ঘোষনা করবেন সাংবাদিক সমাজ।

এই বিভাগের আরও খবর

Back to top button