মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আজ ২ ডিসেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ তিনি জানান। ১ লা ডিসেম্বর শুক্রবার রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় র্যাব ১৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাশবাড়ী উপজেলার বাশকাটা এলাকা দিয়ে বগুড়ার দিকে বাসযোগে যাবার পথে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের পুত্র। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামি কে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।