চট্টগ্রাম

সার্জেন্ট সালাউদ্দীনের নেতৃত্বে লোহাগাড়া ট্রাফিক কার্যক্রম শুরু হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
স্বৈরাচারী শেখ হাসিনা বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত করে লোহাগাড়া থানা ও পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছিল আন্দোলনরত ছাত্র জনতা ।

থানা ও লোহাগাড়া সদরে অবস্থিত পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার পর বন্ধ হয়ে যায় যাবতীয় ট্রাফিক কার্যক্রম। ভয় ও আতংকে নিরাপদ আশ্রয়ে চলে যান চৌকস সাহসী লোহাগাড়া থানার ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দীন সহ সাহসী ট্রাফিক পুলিশ। অবশেষে নবাগত আইজিপির নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসি রাশেদুল ইসলামের নির্দেশ ক্রমে কাজে যোগ দিয়েছেন সার্জেন্ট সালাউদ্দীন সহ ট্রাফিক পুলিশ। লোহাগাড়া ট্রাফিক পুলিশ বক্স কিন্তু লোহাগাড়া থানার পাশাপাশি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল বর্তমানে পুলিশ বক্স ও চেয়ার টেবিল অতি জরুরি হয়ে পড়েছে তাই এই বিষয়ে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম সহ সমাজ সেবক ও শিল্পপ্রতিদের এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সার্জেন্ট সালাউদ্দীন। সার্জেন্ট সালাউদ্দীন বলেন আশা করি পুলিশ, সাংবাদিক, জনতার সম্মিলিত প্রচেষ্টায় লোহাগাড়া সদর ষ্টেশনের যানযট মুক্ত করে সুন্দর একটি পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে লোহাগাড়া থানার ট্রাফিক পুলিশ। এবং লোহাগাড়া জনতা ও ছাত্র এবং সচেতন সমাজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন সার্জেন্ট সালাউদ্দীন সহ ট্রাফিক পুলিশদের।

এই বিভাগের আরও খবর

Back to top button