কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও মাদক কারবারি আটক করতে গিয়ে বেরিয়ে এল অস্ত্র ভান্ডার (সিটিজি)লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে মাদক সহ মাদক কারবারি আটক করতে গিয়ে বেরিয়ে অস্ত্র অবশেষে অস্ত্র সহ মাদক নিয়ে কারবারি কে আটক হল। লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়ার একটি বসতঘরে মাদক বিক্র হচ্ছে শুনে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদকের সাথে অস্ত্র, সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ । গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই অভিযান পরিচালনা করছেন এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লোহাগাড়া উপজেলা জোনের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাঈদ হাসান। আটককৃতরা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা মোঃ কামাল (৪৫), মো. এরশাদ (২১), সাতকানিয়া উপজেলার গোয়ালিয়াপাড়ার বাসিন্দা মো. হোসেন (৪০) এবং আলুরঘাট এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম (৪৭)। অভিযানে তাঁদের কাছ থেকে ৩৭৭টি ইয়াবা, ১২৬ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ, ৭টি চাপাতি, ৭টি চাকু, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১১টি মুঠোফোন ও ২ রোল অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সূত্র মতে জানাযায়, মো. কামাল নামের একজন মাদক নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে যাচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ টহল টিম অভিযান চালায়। এ সময় কামাল উদ্দিনের বাড়ি থেকে মাদক, অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ আরিফুর রহমান গণমাধ্যম কে বলেন, আটককৃত চারজনের নামে অস্ত্র ও মাদক আইনে থানায় দুটি মামলা হয়েছে বৃহস্পতিবার তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।