কামরুল ইসলাম চট্টগ্রামঃ
সৎ ও সাহসী যিনি সততার সঙ্গে দীর্ঘ সময় সাতগর বিট কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন শাহ আলম।
এ বিষয়ে তিনি জানান আজ১৭/০৯/২৩ তারিখ রেন্জ্ঞ কর্মকর্তা,চুনতি রেন্জ্ঞ সহ চট্রগ্রাম দক্ষিন বন বিভাগের চুনতি রেন্জ্ঞাধীন সাতগড় বন বিটের অধীন চুনতি মৌজাস্হ তুলাতলী বড়ুয়া পাড়া নামক সংরক্ষিত বনাঞ্চলে গত ১৪/০৯/২৩ তারিখ পাহাড় হইতে মাটি কাটার স্হান উপ-পরিচালক ও সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্রগ্রাম মহোদয় পরিদর্শন করছেন।
বিট কর্মকর্তা শাহ আলম সাহেব সম্পর্কে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট সেলিম উদ্দিন খাঁন বলেন বিট কর্মকর্তা শাহ আলম ভাই অত্যন্ত ভালো মানুষ,এবং সেই সাথে সরকারি বন রক্ষণাবেক্ষণ দায়িত্বে সার্বক্ষণিক ওইদিকে গুপ্তচর দিয়ে নজর রাখে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজিজ নগরে’র, কিছু রোহিঙ্গা সাংঘাতিক উদ্দেশ্য উপনীত শাহ আলম ভাইয়ের নামে মিথ্যাচার করে?
যা উনাকে ব্ল্যাকমেইল করে সুযোগ সুবিধা আদায় করতে পারে, উপমহলের এইসব ব্যক্তি,বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সজাগ থাকার জন্য অনুরোধ করছেন উপরস্থ কর্মকর্তাদের।