চট্টগ্রাম

ডেঙ্গু থেকে বাঁচতে আমাদেরকে সচেতন হতে হবে বললেন মেয়র ডাক্তার শাহাদাত।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু দিন দিন ভয়ানক আকার ধারণ করছে। ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা জন্ম নেয় এমন জায়গা থাকলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর বিষয়ে ব্যাপক সচেতনতার লক্ষ্যে আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। আপনারা বিএনপির কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনের সময় সাহসের সাথে আমার পাশে ছিলেন। এখনো প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে আমার পাশে থাকবেন। সিটি কর্পোরেশনের সেবামূলক কার্যক্রমে আমাকে সহযোগিতা করবেন। সম্প্রতি বর্ষায় চট্টগ্রামের রাস্তা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সমস্ত ভাঙাচোরা রাস্তা অনতিবিলম্বে মেরামত করার জন্য নির্দেশ দিয়েছি। চট্টগ্রামের ভাঙ্গাচোরা রাস্তা দ্রুত মেরামত করা হবে। তিনি গতকাল শুক্রবার নগরীর একটি রেস্টুরেন্টে ২০২১ সালের চসিক নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি মনোনীত ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও মোঃ লিয়াকত আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আব্দুল হালিম শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল, ইস্কান্দার মির্জা, ইসমাইল বালি, আবু মহসীন চৌধুরী, মোঃ মহসিন, রাশেদ চৌধুরী, এম এ মালেক, মাহবুবুল আলম, আবুল হাশেম, মনোয়ারা বেগম মনি, তারিক আহমদ, হাসান চৌধুরী ওসমান, মোঃ হারুন, আরজুন নাহার মান্না, হানিফ সওদাগর, সাদেকুর রহমান রিপন, এস এম ফরিদুল আলম, জামাল উদ্দিন জসিম, ইয়াছিন চৌধুরী আছু, মোহাম্মদ আজম, মোহাম্মদ সেকান্দর, দিদারুর রহমান লাভু, সরফরাজ কাদের রাসেল, জেসমিনা খানম, সখিনা বেগম, মনোয়ারা বেগম, খালেদা বোরহান, সাহেদা খানম, কামরুন নাহার লিজা, মোঃ ওসমান, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, ইয়াকুব চৌধুরী, সালাউদ্দীন কাউসার লাভু, সিরাজুল ইসলাম রাশেদ, সোহরাব হোসেন শাহিন, মোঃ হারুন, হাসান লিটন, আরিফুল ইসলাম ডিউক, জিন্নাতুন নেছা জিনিয়া, রোকসানা বেগম মাধু, মাহমুদা সুলতানা ঝর্না, শামীমা নাসরিন।

এই বিভাগের আরও খবর

Back to top button