মানিকগঞ্জ

সিংগাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল মুক্তির দাবিতে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন

কামরুল হাসান মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর হেমায়েতপুর টু সিংগাইর সংযোগ সড়কে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ৩০৭ মিটার দৈর্ঘ্য সেতুটি ২০০০ সালে নির্মিত হয়েছিল। তৎকালীন সেতুটি নির্মাণ ব্যায় ধরা হয়েছিল ২৪ কোটি টাকা। সেতুটির বিগত ২৪ বছর যে টোল আদায় হয়েছে তাতে বর্তমানে এই রকম আরো ১৩ টি সেতু নির্মাণের সমান। তাই বিগত সৈরাচারী সরকারের আমলে একজন আওয়ামী সরকারের লিয়াজু লুৎফর রহমান সিন্ডিকেট করে আগামী ২৭ সাল পর্যন্ত ব্রিজটির টোলের ইজারা নেয়। কিন্তু বিগত ৫ আগস্ট সৈরাশাসকের পতনের পর বিভিন্ন গনমাধ ও ফেসবুকে টোল বন্ধের দাবি ওঠে। বিষয় টি সিংগাইর মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ছাত্র ও ইসলামী ছাত্র শিবির সংগঠন সবার নজরে আসে পড়ে ১২ই সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ :০০ ঘটিকায় মহাসমাবেশ ডাক দেয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জনাব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, সমন্বয়ক কারী হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার জনাব আবু সায়েম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ রুমির সমন্বয়ে টোল মুক্তির দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আসিফ, মোঃ মিরাজ, মাওলানা মাসউদুর রহমান আইয়ুবী, মোঃ রনি, জয় ইউনুস, আবির আহমেদ, আরো অন্যান্য সাধারন জনগণ।
উপস্থিত বক্তারা বলেন আর কখনও এই ব্রিজের টোল আদায় করতে দেওয়া হবে না। সমাবেশ শেষে সাধারণ জনগন ও ছাত্র জনতা মিলে টোল প্লাজা ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

Back to top button