শফিক শাহিন বানারীপাড়া বরিশালঃ
বরিশালের বানারীপাড়ার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন সাবিনা ইয়াসমিন। তিনি ১১ মার্চ সোমবার ১১ টায় বানারীপাড়া প্রেসক্লাবে এসে অনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা’র জন্য সংবাদ সম্মেলন করেন।
মেধাবীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থীতা ঘোষণা করেন সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মরহুম আব্দুস সালাম গোলন্দাজ এর সহধর্মিণী বেগম সাবিনা ইয়াসমিন।
ইতোমধ্যেই উপজেলাবাসীকে ক্যালেন্ডারের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি।
মেধাবীরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ”। এরই অংশ হিসেবে বানারীপাড়াও একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চায় তিনি।গরিবদুঃখী মানুষের পাশে দারাতে চায়।
সাবিনা ইয়াসমিন বলেন, আসন্ন বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি একজন নারী উদ্যোক্তা আপনাদের দোয়া, আর্শীবাদ ও সমর্থন পেলে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করছেন।তিনি ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে চায়।আলোকিত বানারীপাড়া বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।আপনাদের সুখের সময় নয়, দুঃখের সময় সারথী হতে চায় তিনি।
ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।