শফিক শাহিন বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের বিরুদ্ধে টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের একজন সক্রিয় ত্যাগী কর্মী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য মোঃ ইয়াসিন।
তিনি বরিশাল জেলা যুবদল দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর এ লিখিত অভিযোগ বলেন বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদারের কথা বলে সদস্য সচিব মিজান ফকির বিশারকান্দি ইউনিয়ন যুবদলের কমিটি তাকে সভাপতি করার কথা বলে ৫ লাখ টাকা দাবি করে। সেই দাবীর রাখতে গিয়ে বিভিন্ন সময় মিজান ফকির সুমন হাওলাদের কথা বলে মিজান ফকির ও তার স্ত্রী’র মোবাইলে বিভিন্ন সময়ে আড়াই লাখ টাকা বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট নেয় তারা।
ইয়াসিনের দাবী মোটা অংকের টাকার বিনিময়ে বিশারকান্দি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করে। উক্ত কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম ও মোঃ ফিরোজ মাহমুদকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি।
পদবঞ্চিত যুবদল কর্মী ইয়াসিন লিখিত অভিযোগে আরও বলেন জন্ম লগ্ন থেকে তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জরিত বানারীপাড়া, বরিশাল ও ঢাকা শহরের বিভিন্ন প্রোগামে লোকবল নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহন করার ফলে টাকা পয়সা খরচ হয়েছে অনেক, সঙ্গে মামলা হামলার শিকার হয়েছে,তাকে পদ দিবে দিবে বলে তালবাহানা করে,অন্য পক্ষের কাজ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কমিটি ঘোষনা করায় ত্যাগী পদবঞ্চিত কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মিজান ফকির কমিটি দেয়ার কথা বলে যে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাজ থেকে টাকা নিয়েছে প্রমান সহ স্টেটমেন্ট জেলা যুবদলের কমিটির কাছে আবেদনের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজান ফকির বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বলে অপপ্রচার ছড়াচ্ছে একদল পদবঞ্চিতরা। এ ধরনের অভিযোগ তারা অস্বীকার করেন।