বরিশাল

বরিশাল ২ আসনে আওয়ামী লীগসহ ১৩ প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে

শফিক শাহিন বরিশালঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থীর ১১ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার। ৩ ডিসেম্বর রবিবার বরিশাল জেলা প্রশাসক অডিটোরিয়ামে ১৩ জনের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ১১ জন বৈধ বলে ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম। মনোনয়ন থেকে বাদ পড়েছেন তারা হল জেপির প্রার্থী ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম।

প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি,স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলার দ্যেহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, জাতীয়পার্টি থেকে দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও রনজিৎ বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস,জাকের পার্টির প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ),ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল,তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার।

এর আগে ৩০ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসবমূখর পবিবেশে তারা সংসদ নির্বাচনে উপজেলা সহকারি রির্টানিং অফিসারের দায়িত্বে থাকা উজিরপুর ও বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button