বরিশাল

বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানের ফেস্টুন ব্যানার রাতের আধারে ভাংচুরের অভিযোগ

শফিক শাহিন বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের ফেস্টুন ব্যানার ব্যানার রাতের আধারে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে ২২ এপিল গভির রাতে দুর্বৃত্তরা একাধিক বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এর জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নোংরা রাজনীতি হাসিলের জন্য বাইশারী কলেজেমোড়,কচুয়া মাদ্রাসার প্রবেশ মুখ সহ তিনটি স্থানের ফেস্টুন ব্যানার ভেঙে ফেলা হয়। কে বা কারা এই নোংরামি করেছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ফেস্টুন ব্যানার ভেঙে ফেলায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মনে করছে নির্বাচনের আগেই যদি এমন নোংরামি শুরু হয়, না জানি নির্বাচনের সময় কতই না সংঘাত সংঘর্ষ হয়।

এ বিষয়ে উপজলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আসন্ন উপজেলালা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের জনপ্রিয়তা ও সর্বসাধারণের ভালবাসায় ঈর্শান্বিত হয়ে তার বিজয়ে সম্ভবনায় টের পেয়ে প্রতিপক্ষ এ ধরনের নোংরামি করতে পারে বলে তার ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন জনগণ ফারুক সাহেবকে চায় তাই যতই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হোক না কেন জনগণ তার উচিৎ জবাব ব্যালটের মাধ্যমে দিবে।

এই বিভাগের আরও খবর

Back to top button