শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়ায় ৫২’র ভাষা সংগ্রামী ও প্রখ্যাত বাম নেতা অধ্যাপক রফিকুল ইসলামের স্মরণে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন অধ্যাপক রফিকুল ইসলাম স্মৃতি সংসদ কার্যালয়ে বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বিশ্ববাসী’র কাছে আজীবন বঙ্গবন্ধু স্বরণীয় হয়ে থাকবেন।
অধ্যাপক রফিকুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজিয়া ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,সদর ইউপির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মল্লিক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বানারীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মাশুক হাসান আবির প্রমুখ। অধ্যাপক রফিকুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও শিফা ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী প্রভাষক মিজানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
বরিশাল শেবাচিম হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডাঃ মোঃ সহিদুল ইসলাম হাওলাদার দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসাসেবা দেন।