বরিশাল

বানারীপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে

শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২০২৩ সালের পরীক্ষায় এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩, বানিজ্য বিভাগে ১০ ও মানবিক বিভাগে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

২১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬ জন জিপিএ-৫ ও ১১৮ শিক্ষার্থী এ গ্রেড সহ শতভাগ পাশ করেছে। কলেজের এ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিংবডির সদস্যরা তাৎক্ষনিক পৌর শহরে আনন্দ র‌্যালী বের করে। অত্র কলেজে অধ্যক্ষ আফরোজা বেগম দায়িত্ব গ্রহণ করার পরে ২০১৮ সালে পাশের হার ছিল ৪৭%, ২০১৯ সালে ৬৭% ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শতভাগ পাশের হার এর গৌরব অর্জন করেছে।

এ বিষয়ে অধ্যক্ষ আফরোজা বেগম বলেন এ সাফল্য কলেজের গভর্নিংবডির থেকে শুরু করে কলেজের প্রত্যেক শিক্ষকের, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং সঠিক গাইডনেস এর কারণে ভাল ফলাফল অর্জন হয়েছে।তিনি আরও বলেন সরকার কর্তৃক যে উপবৃত্তি দেয় তা দিয়ে সকল দারিদ্র্য শিক্ষার্থীদের সহযোগী করা যায় না। তাই আমি ও আমাদের কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দরিদ্র তহবিল করে গরিব শিক্ষার্থীদের সহযোগীতার হাড় বাড়িয়ে দিয়েছি।শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নামাজের সময় বিরতির নিয়ম চালু করে দিয়েছি। সর্বোপরি কলেজের মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর।

এদিকে কলেজের গভর্নিংবডির সভাপতি আনিসুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে ধারাবাহিক সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেছেন এবং কলেজর গর্ভনিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, পরীক্ষা পরিচালনা কমিটি, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button