অপরাধ

শেরপুরে ঘরে বসে মাদক সেবনের দায়ে টুটুলকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মোঃনাজমুল হাসান নাজিরঃ
শেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় যৌথ শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর বাগানবাড়ী মহল্লায় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে নিজ বসত ঘরে বসে মাদক সেবনের দায়ে মোঃ শাহাদত হোসেন ওরফে টুটুল (২৬) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত মোঃ শাহাদত হোসেন ওরফে টুটুল শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর বাগানবাড়ী মহল্লার মোঃ মনিরউজ্জামানের ছেলে।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরসভার গৃদ্দানারায়ণপুর বাগানবাড়ী মহল্লায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদকবিরোধী অভিযান চালায় শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে নিজ বসত ঘরে মাদক (হেরোইন) সেবনকালে মোঃ শাহাদত হোসেন টুটুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড, পঞ্চাশ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আদালতের মাধ্যমে তাকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এসময় শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button