আতাউর রহমান তুহিনঃ
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি এন এম) দলের মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদকে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেছে চেয়ারম্যান ,নির্বাচনী অনুসন্ধান কমিটি , ১০৪, খুলনা-০৬। সেখানে উল্লেখ করা হয় এস এম নেওয়াজ মোরশেদ ইং ০২/১২/২০২৩ তারিখে আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকার সময় একশোর অধিক মোটর বাইক যোগে এবং সহস্রাধিক লোকজন সহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করিয়া জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাইয়াছে। যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হইয়াছে। যাহা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারন বিধিমালা ২০০৮ এর ৮ (ক) ও ১২ অনুচ্ছেদের লঙ্ঘন । তাই উক্ত বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে আগামী ০৫ ডিসেম্বর দুপুর ৩ তার মধ্যে এস এম নেওয়াজ মোরশেদকে স্বয়ং বা তাহার প্রতিনিধির মাধ্যমে চেয়ারম্যান,নির্বাচনী অনুসন্ধান কমিটি , ১০৪, খুলনা -০৬ এর কার্যালয়ে হাজির হইয়া লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল।