জিএম রাজু আহমে কালিগঞ্জ প্র্তিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় ১০ দিনব্যাপী শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবল স্যুটিং এন্ড মেইনটেন্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের নিয়ন্ত্রণাধীন কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষকদের নিয়ে রবিবার(২৪ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে দেশ আইসিটিতে উন্নয়ন করেছে সে দেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসিটির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করেছেন। তিনি আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে। কারন শিক্ষকরাই স্মার্ট সিটিজেন তৈরি করেন।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন মন্ডল ,কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবল স্যুটিং এন্ড মেইন টেন্যান্সের কো-অর্ডিনেটর সালাউদ্দিন আহমেদ, প্রশিক্ষক হারুন অর রশিদ ও মিনহাজুল ইসলাম।