ঈদগাঁও প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় হামুন চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। ঈদগাঁওসহ কক্সবাজারে রাস্তাঘাটে পড়ে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা।
জানা যায়,ঘূর্ণিঝড় হামুনের আঘাতে পর্যটন শহর কক্সবাজার,নতুন উপজেলা ঈদগাঁওসহ জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য গাছ পালা ভাঙ্গল, ঘরের ছাল উড়িয়ে নিয়ে গেল। যার ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ ছিল। অন্যদিকে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ না থাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঈদগাঁওসহ নানা স্থানে। এতে ভোগান্তিতে পড়েছেন লোকজন।
ঈদগাঁও মেহেরঘোনা কমিনিউটি ক্লিনিকের সৌর বিদুৎতে এলাকার লোকজন মোবাইল চাজ দিতে দেখা যায়। যেন মোবাইল বাঁচিয়ে রাখার শেষ আশ্রয়স্থল।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অনেকগুলো বিদ্যুৎ এর খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার বিকল হয়ে গেছে তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে।
কিছু কিছু এলাকায় বিদ্যুতের লাইন চালু হলে ও অধিকাংশ এলাকায় এখনো পুরোপুরি চালু হয়নি লাইন।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহুজন। জেলার বিভিন্ন স্থানে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।