কক্সবাজার

ঈদগাঁও উপজেলায় এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে

এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার এসএসসি ০২ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবটি সফল ও স্বার্থক করতে দফায় দফায় প্রস্তুতি সভাও চলছে ঐতিহ্যবাহী স্মৃতিময় বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।

“এসো বন্ধুত্বের টানে মাতায় তরঙ্গ ঐকাতানে” এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনামুখর পরিবেশে বন্ধুরা একটি প্লাটফর্মে এসে ঈদ পূর্ণমিলনী উৎসবকে ব্যাপক পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্যে ফরম নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

বিগত প্রায় দুই যুগ পূর্বে একসাথে বিদ্যালয়ের ক্লাসরুমে পড়ালেখা করা বন্ধুরা বর্তমান সময়ে
চাকরী,ব্যবসাসহ নানান অঙ্গনে হারিয়ে গেছে। সেসব পুরনো বন্ধুদের একত্রিত করে নতুন রুপে স্মৃতিময় আড্ডায় নিজেকে যুক্ত হতেই আবারো ঈদ পূর্ণমিলনী নামের নান্দনিক উদ্যোগ গ্রহণ করলো বন্ধুমহল।

আয়োজক কমিটি অস্থায়ী দায়িত্বশীল ব্যবসায়ী গফুর আলম ও কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদ জানান, ঈদগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০০২ সালের বন্ধু মহল আগামী ঈদুল ফিতর পরবর্তী পূর্ণমিলনী উৎসবে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন…… গফুর আলম ( ০১৮১৮-১৫৫০২৪), জাহেদ রণি ( ০১৬১৮-১৪৫৭৭৫)।

এই বিভাগের আরও খবর

Back to top button