মোঃ সুজন আহমেদ শার্শা প্রতিনিধিঃ
বিএনপি জামায়াত কে কঠোর হুঁশিয়ারি দিয়ে অদ্য (২৫ সেপ্টেম্বর) সোমবার যশোর কোতোয়ালি থানার সামনে শান্তি সমাবেশ এর আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহিন চাকলাদার এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন ও যশোর ২ ঝিকরগাছা আসনের সংসদ সদস্য জনাব মোঃ নাসির উদ্দিন এমপি, যশোর জেলা যুবলীগ নেতা ও যশোর পৌর কাউন্সিলর হাজি সুমন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রওশন ইকবাল শাহি. যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সামিরুল ইসলাম পিয়াস ,যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান বিপুল ও যশোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় যশোর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।