আন্তর্জাতিক

ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

মোঃ মিন্টু শেখঃ
ডিমের বাজার নিয়ন্ত্রণে এবার ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চার প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি ডিম,আলুও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

এখন থেকে খচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২টাকা,একই সঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এঘোষনাকে কেন্দ্র করে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষনার পর প্রতিক্রিয়ার ব্যবসায়ী ও পোল্টি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।তবে এদামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ পাইকারি আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল। ডিমের দাম নির্ধারণ কে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এখাতের ব্যবসায়ীরা, তারা বলেন, ডিম আমদানি করলে ও শিল্প ধ্বংস হয়ে যাবে পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button