চট্টগ্রাম

চট্টগ্রামে অদৃশ্য কারণে আবারো সেই পুরনো ছন্দে চায়ের দোকান

কামরুল ইসলামঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদের ৫০ গজের মধ্যে অবস্থিত লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজ। এই কলেজে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে গড়ে উঠে স্টুডেন্ট শেড অথচ এই স্টুডেন্ট শেড এখন চায়ের দোকানে পরিনত করছেন কলেজ কতৃপক্ষ। এই বিষটি কোন আইনে পড়ে আমাদের বোধগৈম্য নয়।আরও অতীব দুঃখের বিষয় এই যে এই চায়ের দোকানে ২৪ ঘন্টায় বহিরাগত লোকদের দখলে। ছাত্র ছাত্রীদের বক্তব্যে বলা হয় এই স্টুডেন্ট শেড তাদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছিল কিন্তু বর্তমানে এইখানে বহিরাগত টাউটদের দখলে।

এখান থেকেই প্রায় সময় ছাত্র-ছাত্রীদের কে উত্তপ্ত করা হয় অথচ প্রতিবাদ করার মতো কেউ নেই। তাই কলেজের ছাত্র-ছাত্রীদের কল্যাণের জন্য গড়ে তোলা স্টুডেন্ট শেড বর্তমানে অকল্যান হয়ে দাঁড়িয়েছে। তাই স্টুডেন্ট শেড ভেঙ্গে দেওয়া অথবা ছাত্র-ছাত্রীদের আওতার ভিতরে নিয়ে আসা অতিব জরুরী। এই বিষয়ে সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক এমপি নদভী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শরীফ উল্লাহ এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সন্ত্রাসবাদীর আতংক লোহাগাড়া থানাকে যিনি মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে রাত দিন কাজ করে যাচ্ছেন ওসি রাশেদুল ইসলাম এর হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক জাহিদুর ইসলাম বলেন কানের এপিট ওপিট। ২০১৭ সনের ২১ অক্টোবর নিউজ করেছিলাম, বন্ধ হয়ে যায়। অদৃশ্য কারণে আবারো সেই পুরনো ছন্দে চায়ের দোকানে পরিনত হয়েছে ।

এই বিভাগের আরও খবর

Back to top button