কামরুল ইসলাম চট্টগ্রামঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ খ্রিঃ লোহাগাড়া উপজেলাধীন লোহাগাড়া এবং উপজেলার সকল ইউনিয়নের আঞ্চলিক দুর্গাপূজা,সাধারণ ঘট পূজা সহ পূজা মন্দিরের সন্মানিত সভাপতি/সাধারণ সম্পাদক/ দায়িত্বশীল নেতৃবৃন্দের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ০৭ অক্টোবর ২০২৪খ্রিঃ তারিখ থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ভোগ্য পণ্যের (আতপ চাউল। ৫০০ কেজি) ডিও লেটার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়,
লোহাগাড়া থেকে প্রদান করা হবে। তাই উক্ত ডিও লেটার গ্রহণের জন্য নিম্নবর্নিত কাগজ পত্রাদি সাথে আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ রহিল।১।প্রতিটি
পূজামন্দিরের সভাপতি /সাধারণ সম্পাদক (যে কোন একজনের নামে) স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান/সচিব কর্তৃক স্বাক্ষরিত প্রত্যায়ন পত্র এক কপি। ১।প্রত্যেক পূজামন্দিরের সভাপতি/ সাধারণ সম্পাদকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২।ডিও লেটার গ্রহনকারী সভাপতি/ সাধারণ সম্পাদকের পাসপোর্ট সাইজের ছবি এক কপি। উপরোক্ত কার্যক্রম পিআইও অফিস থেকে সমাপ্ত করে উপজেলা খাদ্য অফিসে ডিও লেটার জমাদান করে চালান ফরম সংগ্রহ করে লোহাগাড়া সরকারি খাদ্য গুদাম থেকে ভোগ্যপন্য সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য যে,উপরোক্ত কার্যক্রমের জন্য কিংবা ডিও লেটার,চালান সংগ্রহের জন্য কোন প্রকার ফি নেয়া হবে না। প্রয়োজনে লোহাগাড়া উপজেলা পুজা পরিষদ, ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের সহযোগিতা নিতে পারবেন। এই উপহার নিয়ে যেন প্রতিমা এবং ঘট পূজায় সমানভাবে বরাদ্দ পেয়ে থাকে এই বিষয়ে প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা রইল। সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা। চট্টগ্রামের লোহাগাড়া,উপজেলা।