শিফা বিশেষ প্রতিনিধিঃ
অভিযুক্ত বাবুল পুটিবিলা ৭ নং ওয়ার্ড ভেল্লা বর পাড়ার মৃত আবু বক্করের পুত্র। জানা যায় মসজিদ কমিটির সভাপতির প্রবাসে থাকার সুযোগে নিজেকে ভূয়া সভাপতি বানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে মসজিদের নামে বরাদ্দ এনে কৌশলে সম্পূর্ণ টাকা নিজেই আত্মসাৎ করে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি নাজিম উদ্দীন গনমাধ্যমকে বলেন, আমার অবর্তমানে সে নিজেকে সভাপতি সাজিয়ে মসজিদের নামে কয়েকটি বরাদ্দ আনে এবং সে বরাদ্দের টাকা মসজিদে না দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে, তদন্ত স্বাপেক্ষে আমি এই জগন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে ভেল্লা বর পাড়া রহমানিয়া জামে মসজিদের সেক্রেটারি শফিউল আলম (সও) জানান মসজিদের নাম দিয়ে জেলা পরিষদ থেকে পাওয়া সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে বাবুল, আমি এর সঠিক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত জাহেদ হোসাইন বাবুল আত্মসাতের কথা স্বীকার করে বলেন আমি কষ্ট করে আমার কৌশলে এনেছি এবং খরচ করেছি, আপনারাও আনেন, আমি এক টাকাও দিবনা।