খুলনা

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে ৫২০ কেজি অবৈধ চিংড়ি মাছসহ আটক দুই জন

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ
খুলনা জেলার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২০,কেজি সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ সহ ২,জন পাচারকারীকে আটক করেছে।

পুলিশ জানায়, ২৮ আগস্ট (সোমবার) ভোর ৬ টার দিকে কয়রা থানার এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের পুত্র হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার পুত্র আব্দুল্যাহ আল মামুন (২৫)।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা যোগে নিয়ে এসে ৯ টি বস্তা ও ৩ টি ক্যারেটে রাখা অবস্থায় মাছ সহ পাচারকারীদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button