খুলনা

খুলনায় সুন্দরবন ক্লিনিকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ক্লিনিক মালিককে অর্থদন্ড।

বিশেষ প্রতিনিধিঃ
খুলনায় অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিকে র‌্যাব-৬ এর অভিযানঃ চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ক্লিনিক মালিককে অর্থদন্ড।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এরই ধারাবাহিকতায় র‌্যাব -৬, স্পেশাল কোম্পানি, ১২ জুলাই ২০২৩ তারিখ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার লবনচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে পরিচালনা করে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর সহযোগীতায় খুলনা জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় উক্ত অনুমোদনবিহীন ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডল (৪২), থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড এবং সাময়িক সময়ের জন্য উক্ত ক্লিনিক বন্ধ ঘোষনা করা হয়।

জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button