শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা সুন্দরবন থেকে পানির নিচে নেমে উঠতে পারেনি ডুবুরি মিজানুর রহমান আজ সকালে অবশেষে লাশটি উদ্ধার হয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল আলম জানান, গাবুরা ইউনিয়ানে মেগা প্রকল্পের কাজ চলছে কপোতাক্ষ নদীতে পল্টন রাখা রয়েছে মালালাল উঠানোর জন্য। পল্টনের নোঙ্গর উঠানোর জন্য খুলনার ডুমুরি মিজানুর রহমানকে নিয়ে আসা হয়। মিজানুর রহমান দীর্ঘদিন কাজ করেন। সোমবার দুপুর দুটোর সময় মিজানুর রহমান নোঙ্গর তোলার জন্য পানির নিচে যান। কিন্তু আর তিনি ফেরেননি। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির সদস্যরা এসে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও মিজানুর রহমানের লাশটি উদ্ধার করতে পারেনি ।আজ সকালে কপোতাক্ষ নদীর গাগরামারি এলাকা চরথেকে ডুবুরি মিজানুর রহমানের লাশটি পাওয়া যায়। গত দুদিন ধরে তার পরিবার এবং স্বজনরা নদীর ধারে লাশের সন্ধানে অপেক্ষায় ছিল। অবশেষে আজ সকালে মিলল মিজানুর রহমানের লাশটি।