মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার সকল ক্ষেত্রে ব্যাপক উন্ন য়ন করে যাচ্ছেন।সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে।আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আমরা এটা করতে পেরেছি।আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে।আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।’তিনি আরও বলেন,কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের পরও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। চলমান যুদ্ধের কারণে উন্নতসহ অনেক দেশ সংকটে পড়লেও বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দিয়ে আসছে। তারা ইতোমধ্যে আবাসন প্রকল্পের আওতায় ৩৫ লাখ লোককে বাড়ি দিয়েছেন এবং তাদের জীবিকা নিশ্চিত করেছেন।দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি।বিএনপি- জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেয়ারও আহ্বান করেছেন সকলকে।২৮শে আগস্ট সোমবার রূপসার তিলক গ্রামে সাইদ মোল্লার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সাবেক সদস্য আ: মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।উপজেলা আওয়ামীলীগ এর সদস্য আসাদুজ্জামান বাবুর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জাহাঙ্গীর শেখ, আকতার ফারুক, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভীন, স ম জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, ইউপি সদস্য মো: মঈন উদ্দীন, আওরঙ্গজেব স্বর্ণ, দাউদ আলী, ইনতাজ মোল্লা, জাকির মোড়ল, হোসনেয়ারা বেগম, নাজমা বেগম,
ফরিদ শেখ,শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু, মামুন শেখ, নাজির শেখ, ইলিয়াজ শেখ, যুবলীগের হারুন মোল্লা,সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, খায়রুজ্জমান সজল,ইমন গাজী, সৈয়দ হেলাল, মহিউদ্দীন মানিক, সোহেল শেখ, সজীব শেখ, সোহাগ মোল্লা প্রমূখ।