রিপোর্টার সালমা আক্তারঃ
সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। আওয়ামীলীগ দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিগত দিনে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন করেছে এবং তার প্রতিবাদে ২৪ এর জুলাই-আগষ্টে চূড়ান্তভাবে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনগণের গণঅভ্র্যথানের মাধ্যমে তারা বিতারিত হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে অন্যায় অত্যাচার নির্যাতন করে শাসন করেছে এই দেশের জনগণ কিন্তু তাকে সেইভাবেই বিতারিত করার জন্য আন্দোলন করেছে এবং ৫ আগষ্ট তাকে বাধ্য করেছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালাতে। তার বোন সহ পালিয়ে গেছে। তিনি আজ শনিবার আগামী ৮ই ফেব্রুয়ারি বিশাল জনসভা উপলক্ষে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা এ.কে.এম সামসুল হক, আবুল হাশেম, এম.এ লতিফ ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, এম এ সাত্তার পিটার চৌধুরী যুবদল নেতা রোমান শরিফ চৌধুরী প্রমুখ