চাঁদপুর

হাইমচরে ব্যাপক আয়োজনে অন্নকূট মহোৎসব উৎযাপন করা হয়েছে

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচরে সনাতন ধর্মাবলম্বীদের অন্নকূট মহোৎসব উৎযাপন। এই প্রথম ইসকনের আয়োজনে হাইমচর জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসব উৎযাপন। ৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের হাইমচর জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসব আয়োজন করা হয়। মহোৎসবে অংশগ্রহণকারী অজয়, মিঠুন, সুব্রত বলেন প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে হাইমচরে ইসকনের আয়োজনে অন্নকূট মহোৎসব উৎযাপন হলো। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অন্নকূট মহোৎসব অংশ গ্রহণ করেন।ভক্তবৃন্দরা হরিকথা শ্রবন সহ মহাপ্রসাদ আস্বাদন করেন। আয়োজক জগন্নাথ জাগ্রত ছাত্র সমাজের অচ্যুত নিতাই দাস (অমিত), উত্তম চৌধুরী, সুশীল ভক্ত সহ আরো অনেকে বলেন হাইমচর উপজেলায় কয়েক বৎসর পূর্ব সময় থেকেই অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে তবে এবার জগন্নাথ মন্দির কতৃপক্ষ অনুষ্ঠানটি মন্দিরে করার অনুমতি দেওয়ায় কয়েক হাজার ভক্তবৃন্দকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি। ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এভাবে পাশে থাকলে প্রতি বছরে অনুষ্ঠানটি করতে পারব বলে আশা রাখি। মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দক্ষিণ আলগি দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার। তিনি বলেন প্রাচীন সময়কাল থেকে সনাতন ধর্মালম্বীরা এ ধরনের মহোৎসব উৎযাপন করছেন। এই অঞ্চলে হিন্দু-মুসলিম ভাই হিসেবে সকল ধর্মীয় উৎসব সম্পন্ন হয় কখনো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি। বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতেও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেনি। সনাতন ধর্মালম্বীদের পাশে আমাদেরও পূর্বপুরুষের সময়কাল থেকেই মধুর সম্পর্ক নিয়ে আমরা এখানে বসবাস করে আসছি। অনুষ্ঠান সম্পন্ন করার জন্য তিনি কিছু আর্থিক সহযোগিতা করেন। মহোৎসব পরিদর্শন কালে হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন সনাতন ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তা দিতে এস আই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক মন্দিরে উপস্থিত ছিল। পথে-ঘাটে আমাদের মনিটরিং কাজ করেছ। ভক্তবৃন্দরা যেন নির্বিঘ্নে নির্ভয়ে মহোৎসব সম্পন্ন করতে পারেন সেজন্য আমরা সার্বক্ষণিক পাশে ছিলাম। স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button