নিজস্ব প্রতিবেদন।
চাঁদপুরের হাইমচরে ২০/১০/২০২৩ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় স্পোর্টিং ক্লাবের কার্যলয়ে
সরদার কিংস স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ এস, এম শরিফ হোসেন এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃইব্রাহিম খলিল এর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সরদার কিংস স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, তার বক্তব্য বলেন সরদার স্পোটিং ক্লাবের সম্মান ধরে রাখতে ক্লাবের সদস্যদের এক হয়ে কাজ করতে হবে এবং আগামী দিনে ক্লাবের সম্মান অক্ষুন্ন রাখার জন্য সততার সাথে সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন খেলাধুলা সবার স্বাস্থ্য এবং মনকে সুন্দর রাখে এবং সকল খারাপ কাজ থেকে বিরত রাখে তাই খেলাধুলার প্রতি সহনশীল হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন, বিডি মেঘনা নিউজ 24 এর সম্পাদক এস এম পারভেজ।
চাঁদপুরের হাইমচর উপজেলা, আলগী বাজার অবস্থিত জনপ্রিয় স্পোটিং ক্লাব সরদার কিংস স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠানে সকল সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২০ অক্টোবর, রোজ শুক্রবার বিকালে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি এস,এম শরীফ হোসেনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃইব্রাহিম খলিল এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরদার কিংস স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ক্লাবের উপদেষ্টা ও নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন সরদার, সোহরাব হোসেন টিটু জমদার, জুলিয়াস সরদার, এডভোকেট বেনী আমিন (সুমন), ক্লাবের পরিচালক সরদার নুরে আলম জিকু,মনির হোসেন হাফেজ ছৈয়াল, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ- সভাপতি, আলমগীর হোসেন আসিফ, এস,এম আবু তাহের,গোলাম রাব্বানী,হারুন সরদার, রিপন আখন,ক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক, এস,এম খায়রুল হাসান,যুগ্ম – সাধারণ সম্পাদক, আরিফ হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ ।
এসময় উপস্থিত ছিলেন সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুরে আলম( ইতালি প্রবাসী) , ওমর শরীফ টিটু, জিয়াউর রহমান (সাংবাদিক) রাজিবুল হাসান,রুবেল খান, কে এম রাকিবুল ইসলাম, গোলাম রাব্বানী, আখন মোঃ রিয়াদ,এস,এম আবু তাহের,রিপন আখন,ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম খারুল হাসান, আরিফ হোসেন হাওলাদার, জনি রাড়ী,মোঃ জুলহাস গাজী,সাইফুল ইসলাম (ঢাকা) সবুজ গাজী, ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ,সহ- সাংগঠনিক সম্পাদক আবু সালেহ দীপ,আছসাল হোসেন, দপ্তর সম্পাদক এস,এম সেলিম, ক্রিয়া সম্পাদক শরীফ হোসেন, সহ- ক্রিয়া সম্পাদক খান বাপ্পি ও বি,এম জনি, কোষাধাক্ষ এস এম কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ সুজন পাটোয়ার।
সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলতান গাজী,আই,টি সম্পাদক জিল্লুর রহমান সরদার,উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ হোসেন (মালয়েশিয়া প্রবাসী) প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নয়ন কবিরাজ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নবীর হোসেন সরদার, সমাজ সেবা সম্পাদক এস,এম শান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বেপারী, মার্কেটিং ও কমাশিয়াল বিষয়ক সম্পাদক মোঃ রাজু মিজি, সহ-মার্কেটিং কমাশিয়াল বিষয় সম্পাদক মোঃ স্বপন সিকদার, নির্বাহী সদস্য – এস,এম ইততিহাদ মোহতাসিন প্রিনন ( নেদারল্যান্ডস প্রবাসী), ফেরদৌস আলম, অস্ট্রেলিয়ান প্রবাসী) মোহাম্মদ সাগর বিশ্বাস (অস্ট্রেলিয়ান প্রবাসী), এস,এম ইততিহাদ মোহতাসিন প্রিতুন, এসএম নাজমুল হাসান, এস,এম মাইনুল ইসলাম, মোঃ সুজন গাজী, তছলিম বেপারী, পারভেজ সরদার,মোতালেব কাজী,সুমন পেদা, নবীর হোসেন ছৈয়াল,অভি,ইমরান মাহমুদ,দেওয়ান মাসুদ,এস,এম সাগর,বিল্লাহ হোসেন হাওলাদার, দিদারুল ইসলাম, মোঃ হৃদয়, আহমেদ রিয়াজ,এ,এম আল আমিন হোসেন সিয়াম, সালাউদ্দিন সরদার, মোঃ নুহাত,জুবাইদ হোসেন, প্রিবন,অন্তর, শিমুল,নিরব হোসেন, রাকিব,সৌরভ, ইসমাইল হোসেন, মোহ রাব্বি সহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।