নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমচর উপজেলার শাখার কার্যকরী সংসদ নির্বাচন ২০২৪ ইং ৮ জুন অনুষ্ঠিত হবে। এ-ই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন নীলকমল ইউনিয়নের ৬৬ নং আলী আশ্বাফ দেওয়ান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুন চৌধুরী,ওনার মা ৬নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা।
আগামী ৮ জুন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন পূর্বচরকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হব।উল্লেখ্য, গত ২১ এপ্রিল রবিবার এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাঁদপুরের চেয়ারম্যান মোস্তফা কামাল(বাবুল)
হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের ভোটারা জানান ব্যাক্তি তরুণ চৌধুরী একজন পরিশ্রমী এবং সৎ। শিক্ষক সমাজ তথা উপজেলায় তার ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে এবারো তরুণ চৌধুরীকে বিজয় করতে সকল শিক্ষক, কর্মচারীর প্রতি আহ্বান জানান তিনি।নির্বাচন কমিশনার ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান মোস্তফা কামাল(বাবুল) তিনি বলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ২০২৪ইং ৮ জুন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুুতি হাতে নেওয়া হয়েছে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।