বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন জবাব চাই ৫ আগস্টের পরেও বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় কেন আসামী হচ্ছে।
শিফা চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন জনগণের উদ্দেশ্যে বলেছেন।বিগত ১৭ টি বছর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারীনী হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী এবং পুলিশি হয়রানির কারণে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারিনাই। তাই আমরা অপরাধীদের ক্ষমা করতে চাই না। আমরা চাই না কোন অপরাধী এ বাংলাদেশে বুক উঁচিয়ে চলাফেরা করুক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত ৫ই আগস্টের পরেও আমাদের বিএনপির। নেতাকর্মীরা মামলার আসামি হতে হচ্ছে কেন। এর জবাব আমি চাই। ১ নভেম্বর শুক্রবার রাতে বিএনপি ঘোষিত সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে লোহাগাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা একটি আদর্শিক এবং সুশৃংখল রাজনৈতিক দল। আমরা যারা বিএনপি’র রাজনীতি করি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কারণে কোন নিরপরাধ মানুষ যেন কষ্ট না পায়। নিরপরাধ কোন ব্যক্তি নির্যাতন কিংবা মিথ্যে মামলায় হয়রানি না হোক সেটা আমরা চাই না। আমরা শান্তি চাই, মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকারসহ স্বাধীনভাবে চলার অধিকার ফিরে পেতে চাই। এখানেই শেষ নয় তিনি আরো জানিয়েছেন, আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গণমানুষের মুখে হাসি ফুটানো হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখিয়েছেন। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধশীল অর্থনীতি গঠনের প্রতিজ্ঞা নিয়ে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এগিয়ে যাচ্ছেন। গণমানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণমানুষের প্রত্যাশা পূরণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নাগরিক সেবা সহ-সকল ধরনের সুযোগ-সুবিধা নিঃস্বার্থে কাজ করবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। লোহাগাড়া সদর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুরুল আলমের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ চট্টগ্রাম জেলা যুবদলের ১ নং সহ-সভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট এহেছানুল হক, আবুল হাশেম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক, শাহা আলম, পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, রফিকুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক, সিরাজুল ইসলাম, সদস্য সচিব, মাহাবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।