শিফা চট্টগ্রামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখার জন্য এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি। ৬ নভেম্বর (বুধবার) সকালে লোহাগাড়া উপজেলাধীন পদুয়ায় চৌধুরী গেস্ট হাউজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দীন খোকন চৌধুরী সহ সভাপতি লোহাগাড়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, শিক্ষক নেতা শুনীল কুমার চৌধুরী টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোহাগাড়া উপজেলার শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া।
সংবাদ সম্মেলনে লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক ফুটবলার নাছির উদ্দীন, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, প্রবীন সাংবাদিক এমএম আহমদ মনির,
লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ফৌজুল কবির, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কফিল উদ্দীন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোহাম্মদ সোহেল সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দীন খোকন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন,বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)
প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠন প্রয়াত আরফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখার জন্য এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্দ্যোগ নিয়েছি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সেখানে বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। খেলার সুন্দর,সার্বিকভাবে পরিচালনা করার জন্য গণমাধ্যম কর্মীর সহযোগিতা প্রয়োজন। আপনাদের প্রচার-প্রসারে এ খেলায় প্রানবন্ত ফিরে পাবে।আমরা এ টুর্নামেন্টকে জেলা পর্যায়ে নিতে সক্ষম হবো। তিনি আরও বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহন করি। যুব সমাজ মাদকের দিকে ঝাঁপিয়ে পড়ছে,মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।