শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের ঘটনায় গ্রেফতার হওয়া কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-১ এর বিচারক নয়ন বড়াল জামিনের আবেদন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের জামিন মঞ্জুর হওয়ার খবর পেয়ে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণের জন্য জেলা কারাগারে হাজির হন। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ঘটনায় ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনকে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি করেন তারা। প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের ঘটনায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (৩৫), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায় (৩৮), কাজী আবুল বাশার (৬৫) ও স্ট্যাম্প ভেন্ডার এম এম শাহজাহান (৫৫) কে গত ১৬ অক্টোবর আটকের পর দীর্ঘ ৫ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের পর ১৭ অক্টোবর ওই ৫জনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।