ধর্ম ও জীবন

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪ তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১১তম দিবসের আলোচনা

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১১তম দিবসের আলোচনায় বক্তারা
মুহম্মদ (সা.) এর (জন্ম) মানব জাতির মুক্তির বড় উপলক্ষ যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১১তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বায়তুশশরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্টাস্ট বাংলাদেশ এর শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা মুরশিদুল আলম, আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোছাইন, রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাবিবুল ওয়াহেদ, চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জিয়াউল করিম। বক্তারা বলেন হযরত মুহম্মদ (সা.) এর বেলাদত (জন্ম) মানব জাতির মুক্তির বড় উপলক্ষ। তিনি বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে এসেছিলেন। তাঁর আবির্ভাব মানব জাতির জন্য আল্লাহর অশেষ অনুগ্রহ ও নেয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ অনুগ্রহ বা নেয়ামত প্রাপ্তির পর খুশি ও আনন্দ উদযাপনের জন্য মানুষের প্রতি তাগাদা রয়েছে। এ খুশি বা আনন্দ বিশেষ গোষ্ঠী দল বা দেশের জন্য সীমাবদ্ধ নয়, এ খুশি সমগ্র মানব জাতির জন্য। আর বলেন আল্লাহ নিজেও ঘোষণা করেছেন
‘আল্লাহতায়ালা প্রিয় নবী (সা.) কে দু’জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন’। আল্লাহর নবীকে দুনিয়ায় প্রেরণ মানুষের প্রতি স্রষ্টার বড় করুণার নিদর্শন। যারা এতবড় অনুগ্রহ প্রাপ্তির পরও কৃতজ্ঞতা স্বীকার করবে না তারা কেয়ামত পর্যন্ত অকৃতজ্ঞ হিসেবে পরিচিতি বহন করবে। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল্লাহ, আবদুল্লাহ আল মারুফ, মাওলানা এ.কে.এম হাবিবুন নুর, আবদুল হাই নিজামী, শেখ সোলতান রাফী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button