কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৭ম দিবসের আলোচনায় বক্তারা
এই মাহফিল সার্বজনীন মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৭ম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার মাহফিল মোতওয়াল্লী কমিটি সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি’র মুরাকিব হাফেজ মাওলানা মাহের শামস, চট্টগ্রাম নিউ চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, চট্টগ্রাম সলিমা সিরাজ মহিলা ফাযির মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী, ঢাকার আলহাজ্ব মাওলানা এনামুল হক আযাদী। বক্তারা বলেন, মুসলিমেরা সকলে মিলে একটি দেহের মতো, যার চোখে ব্যথা হলে গোটা দেহের কষ্ট হয়, মাথার ব্যথা হলেও গোটা দেহের কষ্ট হয়। আল কোরআন এর নির্দেশ অনুসারে, বিশ্বের মুসলমানেরা যে জাতি, বর্ণ বা যে ভৌগোলিক অস্থানেরই অধিকারী হোক না কেন, এমনকি তারা ইসলামের যে মাজহাবের অনুসারিই হোক না কেন, তাদের একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে এবং যে কোনো ধরনের বিভেদ ও দ্বন্দ্ব-সংঘাত পরিহার করতে হবে। এই উপলক্ষ্যগুলোর মধ্যে একটি হল নবী করিম (স.) পবিত্র জন্মদিন, যা চুনতির হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) এই মাহফিল শুরু করেন আজ বিশ্বব্যাপী এর প্রচার রয়েছে। লক্ষ লক্ষ সার্বজনীন মুমিন মুসলমানদের নবী করিম (স.) প্রেমির আল্লাহু আকবর ধ্বনিতে চট্টগ্রামের আকাশ কম্পিত হয়। এই ঈমানী চেতনা নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। মহান আল্লাহ তায়ালার প্রিয় নবী যাকে আখেরী নবী হিসেবে সৃষ্টি করেছে। যাকে রহমাতুল্লিল আলামীন বলা হয়। সেই নবীর সীরতকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। আশা করা যায়, আমাদের মহানবী (স.)-এর জন্মবার্ষিকী ও ঐক্য মাসের বিশ্বের সব মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব আরো শক্তিশালী করার উপলক্ষ্য হবে। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন ক্বারী জিয়াউর রহমান, তাকরীম খান ছিদ্দিকী, মাওলানা আখলাকুল আম্বিয়া, মুহাম্মদ মুস্তাকিম ছিদ্দিক, আবু সাইদ আকিল। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক, শাহজাদা মোহাম্মদ আবদার, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, মোহাম্মদ কায়ছার খান সিদ্দিকী, চুনতি শাহ মঞ্জিলের প্রেস সচিব মোহাম্মদ সোহেল তাজ প্রমুখ।