মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় গত বুধবার বগুড়ার কাহালুর বিভিন্ন বিপনি বিতরণ সহ উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীস সরদার, কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবিদুর রহমান।
পরিদর্শন শেষে “ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় ২ জন ভিক্ষুকদের মাঝে মালামাল সহ দোকান ঘর বিতরণ করা করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।