নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া সদরের নামুজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর নিয়োগ বানিজ্য, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কলেজের শিক্ষার্থীরা পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ হলরুমে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ছাত্র জনতা। জানা যায়, গত ৫ আগষ্ট থেকে কলেজের অধ্যক্ষ ও বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম দুলু আর কলেজে আসেন না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও অত্র কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলুর নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, সম্পদ লুটপাট, স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ সহ ১৬ দফা দাবি জানিয়ে কলেজের শিক্ষক মণ্ডলীদের নিকট। এতদিনেও কোনো সমাধান বা সদুত্তর না পেয়ে রোববার (২৫ আগষ্ট) বেলা ১১ টা থেকে আবারও আন্দোলনে নামেন ছাত্র জনতা। কলেজ হলরুমে প্রতিবাদ সমাবেশ করে তারা। তারপর শিক্ষকদের নিকট ১৬ দফা দাবির বিষয়ে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো কিছু বলতে পারবেননা বলে ছাত্র জনতাকে জানিয়ে দেন। তখন বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে।
এক পর্যায়ে প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক সাজ্জাদুর রহমান পিয়াস, প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক আব্দুর রউফ, স্বাধীন ও ঠান্ডু সহ সকল শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র ও কলেজের ছাত্র/ছাত্রীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। দুনীতি ও বৈষম্য বিরোধী ছাত্র/ছাত্রীদের নেতৃত্বদেন সিয়াম, তারেক, সজিব, তুষার, শামিম, জিহাদ, কাজল, মোছাঃ অরিন, আইরীন। তারা বলেন আগামী মঙ্গলবার ২৭ আগষ্টের মধ্যে দাবি না মানলে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।