বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লামচরী গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ শহীদ তালুকদার ও তার ছেলে শেখান্তর এর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে শহীদ তালুকদারের শত ছেলে ইউনুস মাষ্টারের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তার পিতা শহীদ তালুকদার ও শেখান্তর তালুকদার উপর সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করে বলে জানান আহত শহীদ তালুকদার, শেখান্তর তালুকদার, মনির গাজী, রানু বেগম।
৬ আগস্ট সন্ধ্যায় শহীদ তালুকদার এর বাড়িতে এই ঘটনা ঘটে।আহত শহীদ তালুকদার, শেখান্তর তালুকদার, মনির গাজী, রেনু বেগম কে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন।
এ-ই হামলার ঘটনায় আহত শহীদ তালুকদার, শেখান্তর তালুকদার বলেন আমার বাবার শত ছেলে ইউনুস মাষ্টার আমার বাবাকে মারধর করেন কিছুদিন পূর্বে আমি প্রতিবাদ করলে আমার শত ভাই ও বিভিন্ন অপকর্মের হোতা ইউনুস মাষ্টারের নেতৃত্ব দেশীয় অস্ত্র ও লাঠি সোটা দিয়ে আমার পিতা শহীদ তালুকদার, স্ত্রী রেনু বেগম, ভাই মনির গাজী, আমার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়।আহত শহীদ তালুকদার, শেখান্তর তালুকদার ও হামলা কারী ইউনুস মাষ্টারের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আহত শহীদ তালুকদার জানান, আমার বসতবাড়ি আসবাবপত্র ও আমাকে হুমকি ধমকি দেন, এমনকি আমার শত ছেলে ইউনুস মাষ্টার আমাকে মেরে পেলে লাশ ঘুম করার কথাও বলেন, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি ইউনুসের অত্যাচারে দিশেহারা হয়েছি।
এ-ই হামলার ঘটনায় মোঃ ইউনুস মাষ্টারের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি।হামলা কারীর বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।