চাঁদপুর

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা ট্যাক্সফোর্স এর আয়োজনে, ১১/১০/২০২৩ইং বুধবার ১১ টায় হাইমচর উপজেলা পরিষদে, মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়ন উপলক্ষে স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সহকারী ভুমি অফিসার আব্দুলাহ আল ফয়সালের সভাপতিত্বে ও মোঃ মাহবুবুর রশিদ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন পাটোয়ারী, চেয়ারম্যান হাইমচর উপজেলা পরিষদ।

বক্তব্য রাখেন কোস্ট গার্ড কমান্ডার মোঃ নাসির,
মোঃ ইয়াসিন অফিসার ইনচার্জ হাইমচর থানা,মোঃ জাহাঙ্গীর হোসেন আইসি নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মেহেদী হাসান চাঁদপুর মৎস্য কর্মকর্তা,
মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান, শাহনাজ বেগম হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

এছাড়া আর বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির প্রধাননীয়া,মোঃ মোস্তাফিজুর রহমান চোকদার সহ-সভাপতি হাইমচর উপজেলা আওয়ামী লীগ।

মোঃ ইউসুফ জুবায়ের শিমুল চকদার চেয়ারম্যান ৬ নং ইউনিয়ন পরিষদ,মোঃ সউদ আল নাসের চেয়ারম্যান ৪নং নীল কমল , মানিক দেওয়ান
সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, পুলিশ কোস্টগার্ড সাংবাদিক ও উপস্থিত অতিথিরা।

বক্তারা বলেন এই ২২ দিন মা ইলিশ রক্ষায় যার যার এলাকা থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং এই ২২ দিন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার কোন জামিন হবে না বলেও জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button