ঢাকা

কালিগঞ্জের ১১ নং রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামে ৮ম প্রহর ব্যাপী মহানাম ও শিব যজ্ঞানুষ্ঠান

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মলেঙ্গা সরদার ভবন মলেঙ্গা সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আয়োজিত অষ্টম প্রহর উপলক্ষে শিব যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পুরানো ভেদাভেদ ভুলে এই মিলন মহাযজ্ঞে সমাবেত হয় নানান শ্রেণীর ধর্মপ্রাণ মানুষ ।
বাংলা বর্ষ পরিক্রমায় আসে ঋতুরাজ বসন্ত , ফাল্গুনের দুরু দুরু সুন্দর মিষ্টি হাওয়া তারই মাঝে গত কয়েকদিন যাবত অনুষ্ঠিত হচ্ছে অষ্টম প্রহর ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান । অনুষ্ঠানে নামকৃত পরিবেশনায় ছিলেন কল্যাণী সম্প্রদায় যশোর, প্রভু কৃষ্ণ প্রাণ সম্প্রদায় খুলনা, স্বর্ণলতা সম্প্রদায় সাতক্ষীরা, ভক্ত মিলন সম্প্রদায় যশোর, মামা ভাগ্নে সম্প্রদায় আশিকুরা । ভোলানাথ সম্প্রদায় মথুরাপুর, জয় বাবা তারকনাথ সম্প্রদায় মুন্সিগঞ্জ , করুণাময়ী সম্প্রদায় গাবুরা জেলিয়াখালি , শ্রীরামকৃষ্ণ সম্প্রদায় ভেটখালি ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সত্যচরণ সরকার ।সঞ্চালনায় অনুষ্ঠানের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরদার । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান।

কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান (সুমন), ১১ নং রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন । ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড সদস্য পরেশ চন্দ্র মিস্ত্রি । ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ দিদার হোসেন । ৫ নং ওয়ার্ড সদস্য সুপেন্দ্র মন্ডল ।

১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান। ৫ নং কুশিলিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ মর্তেজা আহমেদ।রতনপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ এবাদুল ।যুবলীগ নেতা মুক্তাদী আহমেদ , হযরত আলী গাজী , আব্দুস সাত্তার ডাবলু , মিনাল বাবু , আব্দুল হামিদ প্রমুখ। উপস্থিত ছিলেন উক্ত পরিষদের চকিদার ও গণমাধ্যম কর্মী ।

এই বিভাগের আরও খবর

Back to top button