অপরাধঢাকা

কালিগঞ্জ রতনপুর ইউনিয়নে সাইবার ক্রাইমে জড়িতদের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি

মোঃ রফি উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে ১নাম্বার সন্তোষ কুমার পিতা নিরাপদ মন্ডল ২পীযূষ কুমার পিতা নিরঞ্জন ৩ আনজুর খাতুন পিতা আব্দুল আজিজ ৪ পরিমল মন্ডল পিতা পন্ডিত মন্ডল। ৫শাহিনুর হোসেন পিতা মন্তেজআলী গাজী ৬ মোঃ মিকাইল হোসেন পিতা আব্দুর রউফ ৭ বিল্লাল হোসেন পিতা আব্দুল্লাহ ৮মোঃ হাফিজুর রহমান পিতা আতি শেখ ৯ মোঃ শাহিনুর হোসেন পিতা সফেদ আলী ভাষা ১০ মোঃ ছাইদ আলী পিতা শামসুর আলী ভাষা ১১ আহসানুল কোবির রাসেল পিতা আব্দুস সামাদ গাজী কালিগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকুল আবেদনে যে এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এরা দেশের শত্রু এরা দেশের আইডি হ্যাক করে দেশের গোপন তথ্য বিদেশের কাছে হস্তান্তর করে এদেরকে যত দ্রুত সম্ভব ধরে আইনের আওতায় আনা হোক যাতে করে দেশের কোন গোপন তথ্য বিদেশে ফাস না হয় মানুষের ফেসবুক আইডিতে তাদের কত রকম গোপন তথ্য থাকে সেগুলোকে এক করে বিদেশীদের কাছে বিক্রি করে এটা দণ্ডনীয় অপরাধ এই অপরাধ শাস্তিযোগ্য অপরাধ এদেরকে কোন কারণেই ক্ষমা করা যায় না দয়া করে যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো যাচ্ছে ও সাতক্ষীরা জেলা ডিসি স্যার এসপি স্যার সবাইকে অনুরোধ করা যাচ্ছে ডিবি গোয়েন্দা পুলিশের উর্দ্ধতন্ন কর্মকর্তাদের কাছেও বিশেষ আবেদন যেন তারা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করে এদেরকে দ্রুত আইনের আওতায় আনুক এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেন বিশেষ করে রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান জানো এটা নিয়ে তদন্ত করে দেখেন সংক্ষিপ্ত আলোচনা করা হলো ওদের মোবাইল ল্যাপটপ চেক করলে সবকিছু তথ্য মিলবে এছাড়াও রতনপুর ইউনিয়নে আরো অনেকেই আছে আশপাশ ইউনিয়নেও অনেকেই সাইবার ক্রাইমের সাথে জড়িত।

এই বিভাগের আরও খবর

Back to top button