হাইমচরের নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প প্রদান করা হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩৯ নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রী ডায়াবেটিস পরীক্ষা চিকিৎসা ক্যাম্প সৌজন্যে এসিআই,সারভেয়ার, অপসোনিন সার্বিক সহযোগিতায় ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ৩৯নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির মাষ্টার, চাঁদপুর এভারগ্রীন ক্লাবের উদ্যোগে নীলকমল ইউনিয়নের চর অঞ্চলের গরীব অসহায় মানুষের জন্য ফ্রী ডায়াবেটিস পরীক্ষা চিকিৎসা ক্যাম্প দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
২৪ নভেম্বর শুক্রবার সকালে ৩৯ নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধচর চেয়ারম্যান বাজার এ-ই ফ্রী চিকিৎসা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এমবিএইস) সিইউ), বিপিএম, বিএভিএস (এক্স), সিসিডি (বারডেম), প্রাক্তন মেডিকেল অফিসার, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও এভারগ্রীন ক্লবের সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দীন রুমী,চাঁদপুর পৌর একাউন্ট অফিসার সৈয়দ মশিউর রহমান, আলম ব্রাদার্স এর চেয়ারম্যান আলমগীর মিয়াজী, খুদিয়া বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মণ সরকার, অনিক প্রমুখ।