ফুটবল

মরহুম হাজী জাবেদ আলী মাস্টার স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালুর মাঠে, ২০/১২/২০২৪ইং শুক্রবার বিকাল ৩ টায, মিঝি বাড়ি ফুটবল একাদশ বনাম মেঘনা ওয়ারিয়র্স এই দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, এসময় খেলা উদ্বোধন ও সভাপতিত্ব করেন, মোঃ নজরুল ইসলাম ফকির,ও মোঃ সাব্বির আহম্মেদ নাইম এর পরিচালনায়, মরহুম হাজী জাবেদ আলী মাস্টার স্মৃতি মিনি ফুটবল ২০২৪ টুর্ণামেন্ট-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মিঝি বাড়ি ফুটবল একাদশ বনাম মেঘনা ওয়ারিয়র্স এই দুটি শক্তিশালী দল ৬০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও কোনরকম গোল দিতে না পারায়, টাই বেকারে ০১ গোলে মিঝি বাড়ি ফুটবল একাদশ জয়লাভ করেন। খেলার ধারা বিবরণীতে ছিলেন মোঃ হাসান মাহমুদ, প্রধান রেপারির দায়িত্বে ছিলেন, মোঃ আলী হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল চোকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মকবুল হোসেন সিপাহী,মোঃ জসীমউদ্দীন, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার মোঃ আরিফ,মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বাকাউল, মোঃ আল মাহমুদ সাকিব। টিম মেনেজার মনিরুল ইসলাম মিজি,মোঃ আলমাস বকাউল, কোচ সোহেল পারভেজ, সহযোগী নুর মোহাম্মদ শেখ, লতিফ মাঝি,কামরুল প্রধানিয়া,রোকন খালাশি,এবং মিজি বাড়ি সমর্থক সহ হাজারো ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা। এবং আমন্ত্রিত অতিথিদেরকে ক্রেস্ট প্রধানের মাধ্যমে খেলা সমাপ্ত হয়।

Back to top button